কম্পিউটারের আর্থিং কি?

ভালোমানের আর্থিং কম্পিউটারের
জন্য অতীব প্রয়োজনীয়।
আর্থিং করা থাকলে বৈদ্যুতিক শক
খাবার সম্ভাবনা অনেক কমে যায়।
এটি মূলত বিদ্যুতকে নিরাপদ
পথে ভূমিতে নিয়ে যেতে ব্যবহৃত হয়।
কোনো ইলেকট্রিশিয়ানকে
ডেকে আপনার বাড়ির আর্থিং ঠিক
আছে কিনা তা চেক
করে নিতে পারে।
আর্থিং না থাকার কারণে অনেক সময়
কোনো কোনো হার্ডওয়্যার
ঠিকমতো কাজ নাও করতে পারে।
মনিটর কাঁপতে পারে, কেসিং-এর
বডি শক করতে পারে;
এমনকি মাদারবোর্ড বা হার্ডডিস্কের
ক্ষতি পর্যন্ত হতে পারে।
প্রয়োগভেদে আর্থিং এর
নিয়মগুলো আলাদা আলাদা।
বাসাবাড়ীতে আর্থিং করা হয়
মাটিতে রড ঢুকিয়ে। সেই রডের উপরের
প্রান্তে তার যুক্ত করে মেইন
ডিস্ট্রিবিউশন প্যানেলের
নিউট্রালের
সাথে সেটি ভালোভাবে যুক্ত
করা হয়। শুকনো মাটি,
পাথুরে মাটি বা বালিজুক্ত
মাটিতে পাঁচফুটের বেশি গর্ত
খুঁড়ে সেখানে পানি এবং লবনের
মিশ্রন তৈরি করে দিতে হয়। অতপর
একটা ধাতুর প্লেট রেখে তার
সাথে আর্থিং এর তার যুক্ত
করে বাইরে এনে মেইন ডিস্ট্রিবিউশন
বোর্ডের নিউট্রালের সাথে কানেক্ট
করতে হয়। কাজটি টেকনিক্যাল, বিধায়
একজন ভালো ইলেক্ট্রিশিয়ানের
মাধ্যমে করানো উচিৎ।
মনে রাখতে হবে, বাসাবাড়ী, দোকান
ইত্যাদি লো-ভোল্টেজ (২২০/৪৪০ ভোল্ট)
গ্রাহকের জন্য আর্থ রেজিস্টেন্সের
মান ৫(পাঁচ) ওহম(রেজিস্টেন্সের একক) এর
নিচে হতে হবে।
কেন আর্থিং বা গ্রাউন্ডিং হয়ঃ
--------------------------
- লাইনের ত্রুটি বা বজ্রপাতের
কারনে সৃষ্ট অতিরিক্ত যে ভোল্টেজ
এবং কারেন্ট প্রবাহিত হয়
সেটা আর্থিং তারের
মধ্যে দিয়ে মাটিতে চলে যায়।
- আপনার আঙ্গিনায় কোন
একটি যন্ত্রে বা ওয়ারিং এ বৈদ্যুতিক
শর্ট- সার্কিট হলে ত্রুটিপুর্ন অংশের মধ্য
দিয়ে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়।
গ্রাউন্ডিং সঠিক না থাকলে এই
কারেন্ট অবশিষ্ট অংশ অর্থাৎ ত্রুটিমুক্ত
অংশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সম্পুর্ন
সিস্টেমকে ধ্বংস করে দিতে পারে,
এবং এর ফলে সম্পদ ও প্রানহানীর
আশঙ্কা দেখা দিতে পারে। কিন্তু,
গ্রাউন্ডিং সঠিক থাকলে কারেন্ট
শুধুমাত্র ত্রুটিপুর্ন অংশের মধ্য দিয়েই
প্রবাহিত হয়ে মাটিতে চলে যায়।
- স্বাভাবিক অবস্থাতেও অনেক সময়
দেখা যায় ভোল্টেজ উঠা-
নামা করে যা মটর,ফ্যান, টিভি,
ইলেক্ট্রনিক্স যন্ত্রাদি ইত্যাদিকে নষ্ট
করে বা জীবনকাল
কমিয়ে দিতে পারে।
গ্রাউন্ডিং বা আর্থিং সঠিকভাবে কর
স্টাবিলাইজড থাকে, ফলে এইসব
যন্ত্রপাতির ক্ষতি হয়না এবং কাঙ্ক্ষিত
কাল
ব্যাপী সেগুলো সঠিকভাবে সার্ভিস
দিতে থাকে।
- যেসব ইলেক্টিক যন্ত্রপাতির
বহিরাবরণ ধাতুর তৈরি, সেসব
যন্ত্রপাতির বডি আর্থিং করতে হয়।
কারন, এইসব যন্ত্রপাতিতে সবসময় হাতের
ছোঁয়া লাগে। বাসায় আমরা সচরাচর
খালি পায়ে থাকি। যদি কখনো ধাতব
বহিরাবরনের কোন যন্ত্রপাতি যেমন
ফ্রীজার বা রেফ্রিজারেটর
বিদ্যুতায়িত অবস্থায়
খালি পায়ে ধরা হয় তাহলে শরীরের
ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে মৃত্যু
পর্যন্ত ঘটতে পারে। এমন ঘটনা হয়ত
আমরা নিজেরাও প্রত্যক্ষ
করেছি বা শুনেছি। যদি সঠিক
গ্রাউন্ডিং সিস্টেম থাকে এবং ধাতব
যন্ত্রপাতিকে তার সাথে যুক্ত করা হয়,
তাহলে এই রকম ঘটনার ঝুঁকি থাকবেনা।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Popular posts from this blog

পণ্ডশ্রম – শামসুর রাহমান